‘জাতীয় নির্বাচন নিয়ে সুশীল সমাজের সংশয়’

জিয়াউদ্দিন রাজু : একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুশীল সমাজের ব্যক্তিরা। তারা বলছেন, নির্বাচন দরজায় কড়া নাড়ছে কিন্তু জনমনে এখনো নানা প্রশ্ন রয়েছে। এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। সুশীল সমাগের নাগরিকার মনে করেন, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্দ্যোগ নিতে হবে সরকারকেই। তবে অব্যশই বিরোধীদের এগিয়ে আসতে হবে। প্রশাসনকে আস্থাশীল হতে হবে।

 

মঙ্গলবার ‘ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন?’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তারা এই সংশয় প্রকাশ করেন বক্তারা। সিজিএস আয়োজনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজে বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বক্তারা কেউ কেউ বলেন, আমাদের দেশে জনগণ ভোট দেয় ঠিক-ই, তবে সেখানে গুরুত্ব পায় যারা ভোট কেন্দ্রে কাজে নিয়োজিত থাকে, পাহারায় থাকে। ফলে নির্বাচন কতুটুকু সুষ্ঠু হবে তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যায়।

 

বৈঠকে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ আছে কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। অনেকে মনে আশঙ্কা রয়েছে যে, তারা প্রভাবমুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না।

 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সদাচারণ না করলে এবং যে কোনো মূল্যে নির্বাচন জেতার জন্য উঠে পড়ে লাগলে, গ্রহণযোগ্য নির্বাচনের পথ পর্বত সমান বাধা সৃষ্টি হয়। নির্বাচনকালীন সময়ে সংসদ বহাল থাকছে এবং অধিকাংশ সংসদ সদস্য-ই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনী মাঠে চরম অসমলতা সৃষ্টি করেছে।

 

গণমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজের চোখ-কান-বিবেক হিসাবে নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের দেশের গণমাধ্যম এখন প্রবল চাপের মধ্যে রয়েছে, যার প্রতিফলন দেখা গেছে সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচগুলোতে।

 

News Courtesy: www.https://www.amadershomoy.com

Comments